বাংলা শায়েরী - ৪৪ | Rafiquzzaman=18

বাংলা শায়েরী - ৪৪
- মোহাম্মদ রফিকউজ্জামান

জুলুম তোমার সয়েই গেছে তাইতো আজো যায়নি প্রাণ
বেশ তো আছি হয়ে তোমার জুলুমবাজীর গুলিস্তান ।
প্রতিবারের জুলুম থেকেই বুঝতে পারি যাওনি ছেড়ে
তাইতো হেসেই গ্রহণ করি বুকটা ভরে তোমার দান ।।