কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক
মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ
করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ
করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক
পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং
বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী
কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর
মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
মধ্যবয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে
বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের
আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা
প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি
মৃত্যুবরণ করেন। (উৎসঃ উইকিপিডিয়া).::কাজী নজরুল ইসলাম-এর কবিতা::.
📖 অ শ্রেণি
» ১৪০০ সাল
» অ-কেজোর গান
» অঘ্রানের সওগাত
» অনাদি কাল হতে অনন্ত লোক
» অ-নামিকা
» অনুরোধ
» অনেক ছিল বলার
» অন্তর-ন্যাশনাল সঙ্গীত
» অবেলার ডাক
» অভিযান
» অভিশাপ
» আগমনী
» আজ সৃষ্টি-সুখের উল্লাসে
» আজি মনে মনে লাগে হোরী
» আনন্দময়ীর আগমনে
» আনোয়ার
» আন্মনে জল নিতে
» আপন-পিয়াসী
» আমরা সেই সে জাতি
» আমাদের নারী
» আমার কালো মেয়ে
» আমার কৈফিয়ৎ
» আমার কোন কুলে আজ
» আমার সকল ক্ষুদ্রতা হতে
» আমার হাতে কালি মুখে কালি
» আমি গাই তারি গান
» আমি যদি আরব হতাম
» আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা
» আমি যার নূপুরের ছন্দ
» আমি হব সকাল বেলার পাখি
» আয় বেহেশত কে যাবি আয়
» আল্লাহ আমার প্রভু
» আশা
» আশীর্বাদ
» আশু-প্রয়াণ গীতি
» আসিবে তুমি জানি প্রিয়
📖
ই শ্রেণি
» ঈশ্বর
📖 উ শ্রেণি
📖 এ শ্রেণি
📖
ও শ্রেণি
📖
ক শ্রেণি
»
কবি-রাণী
»
কুহেলিকা
»
কোরবানী
📖
খ শ্রেণি
📖
গ শ্রেণি
📖
চ শ্রেণি
📖
জ শ্রেণি
»
জাগরণী
📖
ঝ শ্রেণি
»
ঝিঙে ফুল
»
ঝোড়ো গান
📖
ত শ্রেণি
📖
দ_শ্রেণি
📖
ধ_শ্রেণি
»
ধূমকেতু
📖
ন_শ্রেণি
»
নওরোজ
»
নারী
📖
প_শ্রেণি
»
পউষ
»
পথচারী
»
পথহারা
»
পলাতকা
»
পাপ
»
পিছু-ডাক
»
পূজারিণী
📖
ফ_শ্রেণি
»
ফরিয়াদ
»
ফাল্গুনী
📖
ব_শ্রেণি
»
বধূ- বরণ
»
বিজয়িনী
»
বিদ্রোহী
📖
ভ_শ্রেণি
»
ভজন
»
ভীরু
📖
ম_শ্রেণি
»
মা
»
মানুষ
» মিলন-গান
»
মুনাজাত
»
মোহররম
📖
য_শ্রেণি
📖
র_শ্রেণি
»
রণ-ভেরী
📖
ল_শ্রেণি
»
লিচু চোর
📖
শ_শ্রেণি
»
শহীদী-ঈদ
📖
স_শ্রেণি
»
সংকল্প
»
সত্য-কবি
»
সব্যসাচী
»
সর্বহারা
»
সান্তনা
»
সিন্ধু
»
সুরা নসর
»
সুরা নাস
📖 হ_শ্রেণি

