বাংলা শায়েরী - ১৫৬ | Rafiquzzaman=23

বাংলা শায়েরী - ১৫৬
- মোহাম্মদ রফিকউজ্জামান

একজনা কেউ বলেছিলো, জামান তোমার ঠিকানা কী ?
আমি বলি, আমি কে তাই জানতে আজও রইলো বাকি ।
আছি কি নেই সেটাই আগে ফয়সালা হোক নিজের কাছে
হাত দিয়ে এই শরীরটা ছুঁই
চমকে সে কয় কে ওরে তুই ?
আমিও তো বুঝি না সে সত্যি সত্যি আমার নাকি !!