বাংলা শায়েরী - ১৮৭ | Rafiquzzaman=24

বাংলা শায়েরী - ১৮৭
- মোহাম্মদ রফিকউজ্জামান

কোথায় এলাম তা জানি না জানি শুধু এলাম চলে
তোমার ডাকে এসেছি তাই তুমিই দায়ী বেভুল হলে ।
পথের রেখা কোনো দিনই হয়নি আমার এঁকে রাখা
চলে চলেই পথ গড়েছি, এ পথ তোমার হবে বলে ।।