মোহাম্মদ রফিকউজ্জামানঃ
মোহাম্মদ
রফিকউজ্জামানের জন্ম ১৯৪৩ সালের ১১ই ফেব্রুয়ারী। দেশের বাড়ি বাংলাদেশের যশোর শহরে
খড়কী এলাকায়। যশোর জিলা স্কুল ও যশোর এম এম কলেজে অধ্যায়ন শেষে তিনি রাজশাহী
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায়
স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ১৯৬৭ সালে। ১৯৬৮ সাল থেকে বেতারে প্রযোজক হিসেবে চাকরী
শুরু করেন তিনি। ১৯৯৩ সালে স্বেচ্ছা অবসর নিয়েছেন পরিচালক হিসেবে । এর পর বেশ কিছু
টিভি চ্যানেলে সি ই ও এবং অনুষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর
লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। পদ্য লিখতেন । কলেজের কবি অধ্যাপক আজীজুল হক-এর
সংস্পর্শে এসে কবিতার চর্চা শুরু হয়। যশোর থেকে পাঠানো কবিতা ঢাকার সব সাহিত্য
পত্রিকায় ছাপা হতো। তারপর ষাটের দশক থেকেই গান লেখা শুরু করেন তিনি। ১৯৭৩ সাল থেকে
তিনি সিনেমার গল্প,
চিত্রনাট্য, সংলাপ
ও গান লেখা শুরু করেন। ৭০-এর দশকের "দুঃখ আমার বাসর রাতের পালংক", "বন্ধু
হতে চেয়ে তোমার" ইত্যাদি সহ বহু জনপ্রিয় গানের রচয়িতা তিনি। লেখালেখির
পাশাপাশি মঞ্চ, বেতার
ও টিভিতেও অভিনয় করেছেন তিনি সত্তর-আশির দশকে। তাঁর শেষ নাটক বিটিভির "ঢাকায়
থাকি"।
.::মোহাম্মদ রফিকউজ্জামান-এর কবিতা ::.
📘 অ শ্রেণি
📘 ক শ্রেণি
📘 গ শ্রেণি
📘 দ শ্রেণি
» দুঃসময়ে
📘 ধ শ্রেণি
📘 ন শ্রেণি
» নতুন গান
📘 প শ্রেণি
📘 ব শ্রেণি
📘 ভ শ্রেণি
📘 র শ্রেণি
📘 শ শ্রেণি
📘 স শ্রেণি
📘 হ শ্রেণি


